রাজিবুল ইসলাম রক্তিম: বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম বুড়িতলা নামক স্থানে মিম নামে (১৯) এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিম (১৯) ঢাকায় গ্রীন লাইফ নীট কম্পোজিট লিঃ নামে একটি গার্মেন্টসের সহকারী অপারেটর হিসেবে কাজ করতো। মিম কাহালু উপজেলার কচুয়া গ্রামের মিন্টুর মিয়ার মেয়ে। সে শহরের ঠনঠনিয়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতো।
এদিকে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ৯৯৯ নাম্বারে মিমের লাশের বিষয়ে তথ্য দিয়ে নিশ্চিত করে ফোন করে এক মহিলা । এই খবর পেয়ে শাহজাহানপুর উপজেলার রানীরহাট রোড়ে গন্ডগ্রাম বুড়িতলায় মাঠ থেকে পুলিশ মিমের লাশ উদ্ধার করে। লাশের পাশে গার্মেন্টসের আইডেন্টি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর কাছ থেকে মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব না বলে তিনি জানান।