এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় প্রশিক্ষণ শেষে হাসপাতালে সংযুক্তির অপেক্ষায় থাকা বিসিএস ক্যাডার ডা. আমিনুল ইসলাম (৩২)নামে এক চিকিৎসকের নমুনায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাজলা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে ও বিসিএস ক্যাডারে প্রশিক্ষণ শেষে হাসপাতালে সংযুক্তির অপেক্ষায় রয়েছেন।
বুধবার(০৩ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, বিসিএস ক্যাডারের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম প্রশিক্ষণের জন্য গত ১১ মে ঢাকায় যান। প্রশিক্ষণ শেষে সেখান থেকে ২৯ মে তিনি বাড়িতে ফিরে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং এই প্রথম সাতক্ষীরায় কোন চিকিৎসক করোনা পজিটিবে আক্রান্ত হলো।
গত শনিবার তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব ও ঢাকার আইইডিইআর এ পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় তার রিপোর্ট পজেটিভ এসেছে। রাতেই তার বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হবে।
তবে ডা. আমিনুল ইসলাম জানান, তার শরীর সম্পূর্ণ সুস্থ। কোন প্রকার করোনা উপসর্গ নেই।
এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা পজেটিভের সংখ্যা দাঁড়ালো ৪৭।