এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দীর্ঘ দুই মাস ৮ দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। মহামারি করোনার সংক্রমন ঠেকাতে ভারত ও বাংলাদেশের লকডাউনের কবলে পড়ে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার(০২ জুন)সকাল থেকেই এই ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সভাপতি এইস এম আরাফাত হোসেন জানান, গত ২৪ মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার কারনে উভয় দেশের লকডাউন ঘোষনায় ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল পহেলা জুন ভোমরা বন্দর এলাকায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষ সহ সিএন্ডএফ কর্মকর্তা ও সদস্যদের সাথে আলোচনান্তে স্বাস্থ্য বিধি মেনে আজ ২ জুন সকাল ৮টা থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করার সিদ্বান্ত নেয়া হয়।
আমদানি রপ্তানি শুরু হওয়ায় ভোমরা বন্দরে আবারও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কর্মহীন শ্রমিক কর্মচারী সহ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।