ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও চালকল মালিক সমিতির সদস্য রওশন আলী (৬০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার স্ত্রী, ছেলে ও পুত্র বধুসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ২ জনে।
মঙ্গলবার (২ জুন ) বিকাল সাড়ে ৪ টার দিকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। গতকাল ১ জুন প্রাপ্ত ফলাফল অনুযায়ী তার শরীরে (কোভিড-১৯) শনাক্ত হয়। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে (২ জুন ) বিকালে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্য হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন নিশ্চিত করে বলেন তার কোভিড-১৯ ধরা পড়ার পর শ^াস কষ্ট দেখা দেয়। স্থানীয় হাসপাতালে ভর্তি না করে রংপুরে নেয়ার পথে তিনি মারা যান।