সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামে বজ্রপাতে গোলাম হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ১লা জুন সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় নিহত কলেজ ছাত্রের বাবাও বজ্রপাতে গুরুতর আহত হন।
নিহত গোলাম হোসেন (১৮) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয়বর্ষের ছাত্র।
বজ্রপাতে নিহত গোলাম হোসেনের বাবা সাত্তারকে আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিয়ালকোল ইউনিয়নের ইউপি সদস্য শাহজাহান আলী জানান, “সোমবার (১ জুন) সন্ধ্যায় দিকে বাবা-ছেলে মিলে তাদের ক্ষেতে ধান কেটে সেখানেই সেগুলো পরিচর্যা করছিল। এমন সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে বাবা-ছেলে দু’জনই গুরুতর আহত হন। এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত বাবাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।