বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে আকাশের বৃষ্টির পানি নেমে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ায় যানবাহন চলাচল বিগ্নিত হয়ে পড়েছে। জন দুর্ভোগে চরম আকার ধারন করেছে। গ্রামবাসীর ভাষ্যে জানা যায় উপজেলার বিলাশবাড়ী ইউপির বারফালা থেকে পারসোমবাড়ী সড়ক ঈদের ১০/১৫ দিন পূর্বে সংস্কার করা হয়েছে। বারফালা গ্রামের মোজাহারুল ইসলাম মাষ্টারের বাড়ীর নিকট সম্প্রতি নির্মিত পানি নিষ্কাশন কালভাটের দুপাশে যেন তেনভাবে মাটি ভরাট করে সড়ক সংস্কার করায় বৃষ্টির পানি নেমে সড়ক ভেংগে যায়। ঈদের দুএক দিন পূর্বে ভারী বৃষ্টিপাত হলে সড়কের ভাংগন সৃষ্টি হয়। ফলে ঈদের ঘড়মুখি মানুষের যাতায়াত ব্যাহত হয়। চরম ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের। ঐ গ্রামের মোজাহারুল মাস্টার ও শহীদ জানায় ভাংগা সড়কের পাশ দিয়ে যানবাহন পারাপারে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা বিষয়টি ঠিকাদের লোকজনকে অবগত করেছি। জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবী জানায় এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মোকলেছুর রহমান এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান কালপরশু লোকজন লাগবে ভাংগন স্থান সংস্কার করা হবে।