দ্বীন মোহাম্মাদ সাব্বির,বিশেষ প্রতিনিধি:
সলঙ্গা থানার ওসি ও তিন পুলিশ সদস্য সহ জেলায় নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯ পুলিশসহ ৩৮ জন। শনিবার (৩০ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, শনিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ৯৪ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ১১ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ এসেছে এবং বাকী ৮৩ জনের নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে সদর উপজেলার ৬ জন, রায়গঞ্জের ৩, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার ১ জন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), সহকারি উপ-পরিদর্শক ও ডিবি পুলিশের দুজন কনস্টেবল। এ নিয়ে জেলায় মোট ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের তাদের নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।