ঠাকুরগাঁও প্রতিনিধি: ফের করোনার উপসর্গ নিয়ে ঠাকুরগাঁওয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় জ্বর ও গলাব্যাথা নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
শুক্রবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল আলম।
তিনি জানান জ্বর ও গলা ব্যাথা নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় রাণী (২৩) নামে এক নারী হাসপাতালে ভর্তি হয়। তার বাড়ি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী গ্রামের আকবর আলীর স্ত্রী। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় আলাদাভাবে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১টার দিকে মারা যান তিনি।
মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না রিপোর্ট পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান মৃত ওই নারীর শ^শুরবাড়ীর লোকজন দাফন করতে না দেয়ায় পরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে তার দাফন সম্পন্ন হবে বাবার বাড়ি সদর উপজেলার আক্চা ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামে।