রাজিবুল ইসলাম রক্তিম:
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড বগুড়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের পজিটিভ আক্রান্ত সংখ্যা ৫০ জন। এদের মধ্য পুরুষ ৩৬ জন এবং মহিলা ১৪ জন বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালের পিসিআর ল্যাবে তিন শিফটে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয় মোট ২৮২ জনের এরমধ্যে বগুড়া নমুনা সংগ্রহ করা হয় ১৬৬ জনের তারমধ্য পজেটিভ এর সংখ্যা ৫০ জন, বাকি ৪৮ জন জয়পুরহাটের এরমধ্যে (পজেটিভ ১জন), সিরাজগঞ্জে ৬৫ জন এর মধ্যে (পজিটিভ এক) এবং গাইবান্ধার ৩জন সবগুলো (নেগেটিভ)
৫০ জনের মধ্যে সদরের আছে ৩৩ জন ,গাবতলী উপজেলার ৮ জন শাজাহানপুর উপজেলায় ৫ জন সোনাতলা উপজেলায় ২ জন কাহালু-নন্দীগ্রাম এর একজন করে । আজ আক্রান্ত হওয়া অনেক পূর্ণ ঠিকানা জানা সম্ভব হয়নি । আইসোলেশন থাকা আজ দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন তথ্যগুলো নিশ্চিত করেন।
বগুড়ায় এই পর্যন্ত মোট কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২৪০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে মোট ১৮ জন ।