এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরার শ্যামনগরে গাছের ডাল কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ মোল্লা (৫৫) নামে এক সহকারী শিক্ষক মৃত্যুবরণ করেছেন। তিনি বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
বুধবার(২৭ মে) সকাল ১১ টায় শ্যামনগরের শিক্ষকের নিজ বাড়িতে এই দুর্ঘটানাটি ঘটে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস জানান,অসাবধানতাবসত আম্ফানে ক্ষতিগ্রস্থ গাছের ডাল কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।এতে ঘটনাস্থলেই মারা সে যায়।তিনি বহুদিন যাবত সুনামের সাথে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করে আসছেন বলে জানান তিনি।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।