ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া, বিরহলী, ভেলাতৈড়, মালঞ্চা সহ ৬টি গ্রাম ও সদর উপজেলার গড়েয়া গোপালপুর, কিসামত তেওয়াগাওসহ ২টি গ্রাম। ভেঙ্গে পড়েছে শত শত গাছপালা। বিধ্বস্ত হয়েছে অসংখ্য কাচা ও আধাপাকা বাড়ি ঘর। ক্ষতি হয়েছে আম, কাঠাল, লিচুসহ ফসলের বিস্তৃর্ন ফসলের মাঠ।
রবিবার (২৫ মে) দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় রাতে কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় কয়েকটি গ্রাম। গাছ ভেঙ্গে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। বিদ্যৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে চাপা পড়ে অনেক বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান এখনও ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে কৃষি কাজ করছে। প্রতিবেদন পেলেই প্রকৃত ক্ষতির পরিমান বলা যাবে।