সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে খালের পানিতে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সগুণা ইউনিয়নের কুন্দইল গ্রামের ভদ্রাবতী খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র রাজু (২০) কুন্দইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে। এবং মাকড়শোন জহির উদ্দিন বিজ্ঞান স্কুল অ্যান্ড কারিগরি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ।
এ বিষয়ে সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা বাকী জানিয়েছেন, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রাবতী খালে কলেজছাত্র রাজু বন্ধুদের সঙ্গে মইজাল দিয়ে মাছ ধরতে যায়। মইজালের দড়ি কোমরে বেঁধে জাল টানার সময় খালের পানির তীব্র স্রোতে ডুবে যায় রাজু। এরপর বন্ধুরা জালের দড়ি ধরে টেনে তোলার চেষ্টা করে ব্যার্থ হয়। এর কিছুক্ষণ চেষ্টার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।