ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ অভিনব কায়দায় কাপড়ের দোকান খুলে বিক্রী করার অপরাধে ঠাকুরগাঁওয়ে প্রাইম হোটেলের মালিক আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২২ মে) শহরের চৌরাস্তায় প্রাইম আবাসিক হোটেলে কাপড় বিক্রি করার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ(ওসি) তানভিরুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান আনিসসহ পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায় গোপন সংবাদের ভিত্তিতে টাউন প্লাজা (ন্যাশনাল ব্যাংকের নীচে) ৩য় তলায় গিয়ে দেখা যায় শতরুপা ফ্যাশনের মালিক মোঃ দুলাল দোকান বসিয়ে কাপড় বিক্রি করছিলেন এবং খদ্দেরদের বলা হচ্ছিল আবাসিক হোটেলে কাপড় বিক্রী চলছে, সেখানে গিয়ে কাপড় কিনতে। এমন সময় উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন সরকারি নির্দেশনা অমান্য করে কাপড় বিক্রি করার অপরাধে প্রাইম হোটেলের মালিক আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং তৈরী পোশাক রাখার রুম গুলো তালা বদ্ধ করা হয়।
উল্লেখ্য, গত ১৮ মে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ঠাকুরগাঁওয়ের শপিংমল ও বিপনিবিতানগুলো বন্ধ ঘোষণা করা হয়।