স্টাফরিপোর্টার:বগুড়ার শেরপুর উপজেলায় নতুন করে আরো ৪ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।এ নিয়ে উপজেলায় মোট ৫ জন করোনা আক্রান্ত হলো।
জানা যায়,গতকাল মঙ্গলবার (১৯ মে) দেশে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। এর মধ্যে বগুড়ার শেরপুরের ৪ জন। শনাক্ত রোগীরা হলো শেরপুর থানার পুলিশ কনষ্টেবল তোফাজ্জল হোসেন,ভিশন ক্লিনিকের পরিচালক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা শাখার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফরিদ বাবু, হাসপাতাল রোডে ভিষন ক্লিনিকের সামনের ফার্মেসীর দোকানদার উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বুলু সরকারের পুত্র রাশেদুল ইসলাম সরকার, ও সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের শফিকুল হকের পুত্র সামসুল হক। সে নারায়নগঞ্জ থেকে কয়েকদিন পূর্বে বাড়ীতে আসে। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
উল্লেখ্য, গত ১৮মে প্রথম করোনা সনাক্ত হয় শেরপুর শহরের হাসপাতাল রোডের ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে কর্মরত রাসেল নামক এক জনের। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। শেরপুর উপজেলার পৌরসভার টাউনকলোনী এলাকায় একটি মেসভাড়া নিয়ে থাকে।