স্টাফরিপোর্টার:বগুড়ার সাংবাদিক ম. রফিক ১৯ মে২০২০ রাত ২টা ২০ মিনিটে হার্টএটাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)।
পারিবারিক ভাবে জানাগেছে,মরহুম সাংবাদিক রফিক হোসেন মুক্তা (আর এইচ রফিক) এর নামাজে জানাজা আজ ১৯ মে ২০২০ বাদ জোহর নামাজের পর বগুড়া চেলোপাড়া নাইট মাঠে এবং দাফন নামাজ গড় গোরস্থানে অনুষ্ঠিত হবে।
কর্মজীবনে তিনি, দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি ,দৈনিক বাংলা বাজার পত্রিকা,দৈনিক দেশ বাংলা, বার্তা সংস্থা এফএন এস,দৈনিক সোনালী সংবাদসহ দেশের বিভিন্ন কাগজে বগুড়া জেলা প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার পত্রিকার সম্পাদক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক এস এম আমিনুল মোমিন, দৃষ্টি প্রতিদিন পরিবারের ব্যবস্থাপনা সম্পাদক, বেলাল হোসাইন,শাহিনুর করিম বাবু,সাইফুল ইসলাম শুভ,জাহাঙ্গীর ইসলাম,দীপক কুমার সরকার,শফিকুল ইসলাম শরীফ,রাশেদুল হক,বাধন কর্মকার,আবু বকর সিদ্দিক,ইমরান হোসেন ইমন,জিয়া উদ্দিন লিটন,মাহবুব সরকার,আবু রায়হান,জাকারিয়া খান বাবু,গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
দৃষ্টি প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম আমিনল মোমিন বলেন-ম.রফিক ভাই এর সাথে ২০০৫ সালের পবিত্র রোজার মাসেই পরিচয় হয়েছিলো। ২০২০ সালের রোজার মাসেই শেষ বিদায় দিতে হলো।হ্যা: অত্যান্ত আস্থা ভাজন একজন মানুষ ছিলো। সবচেয়ে বড় কথা রাত দিন ঝড় বৃষ্টি যে কোন সময় তাকে পাওয়াযেত। ২০০৫ সালের রোজার মাসে দৈনিক দেশ বাংলা পত্রিকার আয়োজনে-বগুড়া শেরপুর কৃতিছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিনে দুজনের পরিচয় ও সু সম্পর্ক গড়ে ওঠে। চলতে থাকে যোগাযোগ,গড়ে ওঠে সু সম্পর্ক। আজ রাতে তার মৃত্যুর কথা শুনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো। মহান আল্লাহ তায়ালা তাকে যেন বেহেশ্ব নছিব করেন সেই দোয়া করি। সকলের কাছে দোয়া চাই তার জন্য।
একটি ফাইল ছবিতে, দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম আমিনুল মোমিন, শেরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সরকার, ও মরহুম ম.রফিক