এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় নভেল করোনাভাইরাস(কোভিড-১৯)সংক্রমণ রোধে সদর থানার পুলিশ সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ মে)দুপুরে সাতক্ষীরা সদর থানার আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন শাফায়াত।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং সাতক্ষীরা থানা, ফাঁড়ি এবং ক্যাম্পের সকল পুলিশ সদস্য।
প্রধান আলোচক সিভিল সার্জন পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ রোধকল্পে অনুসরণীয় স্বাস্থ্য বিধি এবং কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কৌশলী হওয়া,ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী ব্যবহার করা এবং অনুসরণীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন। অনুষ্ঠানের শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন শাফায়াত সদর থানার পুলিশ সদস্যদের জন্য কিছু প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।
এছাড়াও,বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডি আই জি হাবিবুর রহমান বিপিএম(বার)প্রেরিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ৭শ’ পিপিই,১২ হাজার গ্লাভস,মাস্ক, ফেস শিল্ড,ইত্যাদি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরার সকল পুলিশ সদস্যর মাঝে বিতরণ করেন।