।। আবু বকর সিদ্দিক ।। বগুড়ার শেরপুর উপজেলায় প্রথম এক করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৮ মে) রাত ১১টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের এর সত্যতা নিশ্চিত করেন।
জানাজায়, গত ১২ মে রাসেল আহম্মেদের করোনা পরীক্ষার নমুনা নেয়া হলে পজেটিভ আসলে আবার ২য় বার পুনরায় পরীক্ষা করলে ১৮ তারিখে পরীক্ষার পজেটিভ আসে । সে শেরপুর শহরের হাসপাতাল রোডের ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে । রাসেল শেরপুর উপজেলার পৌরসভার টাউনকলোনী এলাকায় সাইফুলের একটি মেসভাড়া নিয়ে থাকে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদককে জানান, আমরা ক্লিনিক এবং টাউন কলোনীর যে মেসে ভাড়া নিয়ে থাকে সেখানে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।