ঠাকুরগাঁও প্রতিনিধি : হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীসহ ঠাকুরগাঁওয়ে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা হলেন হরিপুর, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।
শ্রক্রবার (১৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
গত ২৪ ঘন্টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকৃত নমুনার প্রাপ্ত ফলাফলে জানা যায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন পরিচ্ছন্নতাকর্মীসহ ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুই জন বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বাসিন্দা ৩২ বছর বয়সী ১ জন নারী এবং অপর জন পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ২২ বছরের ১ যুবক। তারা উভয়েই সম্প্রতি ঢাকা থেকে এসেছেন।
জেলায় মোট ২৮ জন আক্রান্ত রোগীরা হলেন হরিপুরে ১১ জন, পীরগঞ্জে ৬ জন, বালিয়াডাঙ্গীতে ৫ জন, রাণীশংকৈলে ৩ জন ও সদর উপজেলায় ৩ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।