বগুড়া প্রতিনিধি।।সরকারী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যার্থ হওয়ায় এবার বগুড়ার হকার্স মার্কেটটি বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রামন রোধে সরকারী উদ্যোগের অংশ হিসাবে বগুড়া নিউ মার্কেট এর পর হর্কাস মর্কেটটি বন্ধ করা হলো ।
সরকারী স্বাস্থ্য বিধি না মেনে মার্কেট খোলা রাখায় জেলা প্রসাশন ও পুলিশ শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়া রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট দ্রুত বন্ধ করার নির্দেশনা দেন।
জেলার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরদৌস আরা এই তথ্যটি নিশ্চত করেন।
তিনি জানান, মার্কেট পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরদৌস আরা মার্কেটের অভ্যান্তরে ব্যাপন লোক সামাগম দেখতে পান । পরে তিনি মার্কেট নেতাদের সাথে কথা বলে বগুড়ার রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট অিনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়ার ঘোষনা দেন।
একই ছাড়াও পাশের শাপলা মার্কেটসহ বেশ কিছু দোকনিদের সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে।