রাজিবুল ইসলাম ,বগুড়া প্রতিনিধি ।।
বগুড়ায় এবার নতুন করে নব নিয়োগ প্রাপ্ত ২জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হবার তথ্য পাওয়া গেছে । গতকাল শুক্রবার (১৫ মে) তাদের নমুনা পরীক্ষায় তাদের কোভিড-১৯ এর রেজাল্ট পজেটিভ পাওয়া যায় । বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয় ।
শুক্রবার রাতে বগুড়ার ডিপুটি সিভির সার্জন মুহা ঃ মোস্তাফিজার রহমান তুহিন এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সিপিআর ল্যাবে সর্ব মোট ১৮৮জনের নমুনা পরীক্ষার রির্পোট পাওয়া যায় । তারা সকলেই বগুড়ার ।এদের মধ্য ১৮৬ জনের নমুনা রির্পোট পাওয়া নেগেটিভ পাওয়া গেলেও ২ নারীর রির্পোট পজেটিভ আসে।
সূত্র আরো জানান, এদের মধ্য একজনের বাড়ী কাহালু উপজেলায়,অন্যজন নওগাঁ জেলার পতœীতলায়। তারা স্বাস্থ্য সেবার আওতায় সম্প্রতি নব নিয়োগ প্রাপ্ত নার্স হিসাবে তাদের ২জনকে বগুড়ারমোহাম্মদ আলী হাসপাতালের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হলে তারা গত ১২ মে তারিখে ঢাকা থেকে বগুড়ায় আসেন।