রাজিবুল ইসলাম ,বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় আরো ২জনের শরীরে কোভিড-১৯ এ আক্রান্ত হবার তথ্য পাওয়া গেছে । আক্রান্ত ২জনাই নারী । ইত্ব পর্বে নারায়নগঞ্জ থেকে আসা ছেলে কোভিড-১৯ এ আক্রানÍ হবার পর এবার তার মা (৫০)ও তার নিকট আত্বিয় (৫০) কোভিড-১৯ এ আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৮৮জনের পরীক্ষায় তাদের ২জনার রিপোর্ট পজেটিভ পাওয়া যায় । বিষয়টি নিশ্চিত করে বগুড়া সিভিল সার্জন অফিস।
বগুড়ার ডিপুটি সিভির সার্জন ডাঃ মোস্তাফিজার রহমান তুহীন রাতে জানান, বৃহস্পতিবার হাসপাতারের ল্যাবে মোট ১৮৮জনের নমুনা পরীক্ষার রির্পোটে বগুড়ার মোট ১৭৭ জনের মধ্য ওই ২নারীর রিপোর্ট পজেটিভ পাওয়া যায় । এছাড়া জয়পুরহাটের ১১জন সহ অন্যদের রির্পোট নেগেটিভ পাওয়া যায়।
তিনি জানান, শিবগঞ্জের পিরব এলাকার বাসিন্দা বোরহান উদ্দিন নারায়নগঞ্জের একটি মিলে শ্রমিক হিসাবে কর্মরত অবস্থায় গত ১০ তারিখে বগুড়ায় আসেন। পরে তার শরীরের নমুনায় কোভিড-১৯ এ সংক্রামক হবার পর বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটের ভর্তি হন । তিনি বর্তমানে আইসোলেশনে বিভাগে চিকিৎসাধিন।