দ্বীন মোহাম্মাদ সাব্বির:
স্কুল বন্ধ থাকাকালীন সময়ে ৭ হাজার টাকা মাসিক ভাতা প্রণোদনা দাবী করে বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীরা। পুলিশী বাঁধার কারনে এ মানববন্ধন কর্মসূচি দির্ঘায়ীত করতে পারেননি শিক্ষক-কর্মচারীরা ।
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে বেলা সাড়ে ১১টার দিকে জেলার প্রায় তিন শতাধিক কিন্ডার গার্টেন শিক্ষক-কর্মচারি সামাজিক দুরুত্ব মেনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষক-কর্মচারিরা মানববন্ধনের জন্য রাস্তায় দাড়ানোর চেষ্টা করলে পুলিশ এসে তাদের বাঁধা দেয়। এর ফলে শিক্ষকরা সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন চত্বরেই পোস্টার হাতে দাড়িয়ে যান।
এ সময় কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আহবায়ক বরকতুল্লাহ সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ রয়েছে সিরাজগঞ্জের ৭শ কিন্ডারগার্টেন। এতে ১০ হাজারেরও অধিক শিক্ষক-কর্মচারি কর্মহীন হয়ে পড়েছে। কিন্ডারগার্টেনের মালিকরাও অর্থসংকটে পড়ে শিক্ষক-কর্মচারিদের বেতন, বাড়ীভাড়া বিদ্যুৎ বিল দিতে পারছেন না। শিক্ষার্থীদের বেতনের উপরই এসব প্রতিষ্ঠান চলে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দুই মাস ধরে স্কুল বন্ধ থাকায় বেতন শিক্ষার্থীদের বেতন আদায়ও সম্ভব হচ্ছে না। করোনার দুর্যোগকালে কিন্ডার গার্টেনের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষক-কর্মচারীদের মাসিক ৭ হাজার টাকা বেতন, রেশনের ব্যবস্থা, স্কুল ভবনের ভাড়া মওকুফ ও স্বল্পসূদে ঋণে প্রদানের দাবীও জানান তিনি।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ৭শ কিন্ডারগার্টেনের তিন শতাধিক শিক্ষক-কর্মচারি তাদের দাবী সম্বলিত প্ল্যাকার্ড ও পোস্টার হাতে অংশগ্রহণ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারিদের মানববন্ধনের জন্য আমাদের কাছে কোন অনুমতিপত্র আসেনি। এ কারণে তাদের মানববন্ধন কর্মসূচি করতে দেয়া হয়নি।