সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
সামাজিক দূরত্ব বজায় না রেখে বাজারে জনসমাগম করে ভীর জমিয়ে বেচা কেনা করায় মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের নিত্য প্রয়োজনীয় ও ঔষধ ফার্মেসীর দোকান ব্যতীত অন্যান্য সকল প্রকার দোকানপাট ১৪ মে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে সিরাজদিখান বাজার বনিক সমিতি। সিরাজদিখান বাজার বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার লক্ষ্যে ব্যাবসায়ীদের উদ্দেশ্যে এ ঘোষনা জারী করেন দেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে। সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জানান, বাজারে উপচে পড়া ভিড়। কেউ বিধি নিষেধ মানছে না। যে যার মত কেনাকাটা করছে। জনস্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি বৃহস্পতিবার থেকে জরুরী ও নিত্যদিনের পণ্যের দোকান সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা রাখতে পারবে। বাকী সব দোকানপাট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন, সিরাজদিখান বাজার বন্ধের জন্য আমি কোন নির্দেশনা দেয়নি। তবে বণিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। তিনি আরো বলেন সব বাজারেই এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত। শ্রীনগর ও মুন্সিগঞ্জ উপজেলার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছে। এখনতো এই দুই উপজেলার সকলেই এই বাজারে আসবে তখনতো সিরাজদিখান উপজেলার সকলেই করোনা পজিটিভ হবে। এখন বাকী বাজারগুলো যদি এরকম সিদ্ধান্ত নেয় তাহলে খুবই ভালো হবে।