ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উপলক্ষে লটারী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সদর উপজেলা পরিষদ হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়। লটারীর মাধ্যমে জেলার মোট ৪৬ হাজার চাষীর মধ্যে ৪ হাজার ৯৫১ জন চাষীর কাছ থেকে ১ মেট্রিক টন করে ৪ হাজার ৯৫১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইছ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।