বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলায় করোনা আক্রান্ত দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা অনুদান বরাদ্দ দিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ।
জানা যায়, সম্প্রতি বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, একজন স্বাস্থ্যকর্মীসহ উপজেলায় মোট ৫ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়। এর মধ্যে পাহাড়পুর চাকলা গ্রামের আকাশ হোসেন এবং কার্তিকাহার গ্রামের হাতেম আলী খুব গরীব পরিবার হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির তার পক্ষ থেকে ২০ কেজি করে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করেন এবং তার নিজ ইচ্ছা মোতাবেক আক্রান্ত এই দুজনকে চিকিৎসা সহায়তা বাবদ নওগাঁ জেলা প্রশাসকের নিকট আর্থিক সহায়তা চাইলে জেলা প্রশাসক ১০ হাজার করে দুজনকে ২০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেয়। বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত দুই জনের চিকিৎসার্থে দু-এক দিনের মধ্যেই অনুদানের টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে।