রাজিবুল ইসলাম,বগুড়া প্রতিনিধি।।
আন্তর্জাতিক নার্সেস দিবস ও আধুনিক নার্সিং প্রতিষ্ঠাতা ফোরেন্স নাইটিংগেলের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল নার্সেস এসোসিয়েশন লকডাউনে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবার ও কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুজ্জামান,স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ডা. সামির হোসেন মিশু, আরএমও শফিক আমিন কাজল, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট সবিতা রানী মন্ডল, রশিদা বেগম আলো, সংগঠনের সভাপতি দেলোয়ারা বেগম,সাধারন সম্পাদক নাজিয়া নাজু, রেশমা, নারায়নী, হোসনে আরা, ফিরোজা, রাশেদা, প্রমুখ।
ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবার ও কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।