স্টাফরিপোর্টার:
বগুড়ার শেরপুরে এসআইডিপি (পিইপির) উদ্যোগে নভেল করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
১২ মে মঙ্গলবার সকাল ১১টায় দড়িমুকুন্দ এসআইডিপির কার্যালয়ে জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর শাখার সভাপতি শহিদুল ইসলাম শাওন, সাংবাদিক রুবি আক্তার ঊর্মি, স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলী, এসআইডিপির মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ, ল্যাব এ্যাসিসটেন্ট ফারহান সরকার প্রমূখ।
এ সময় ১৪৫টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ১ কেজি লবণ, ১পিস সাবানসহ ৭২ হাজার ৫০০ টাকার সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।