রাজিবুল ইসলাম ,বগুড়া প্রতিনিধি।।
সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমানে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সর্ব মোট ১৭জনের শরীরে কোভিড-১৯ এ আক্রান্ত হবার তথ্য পাওয়া গেছে। সোমবার রাতে বগুড়ার সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করে।
বগুড়া জেলার ডিপুটি সিভির সার্জন মুহাঃ মোস্তাফিজার রহমান তুহীন বিষয়টি নিশ্চিত করে জানান , সোমবার বগুড়ার পিসিআর ল্যাবে বগুড়া এবং জয়পুরহাটের সর্ব মোট ১৮৮ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয় । এদের মধ্যে বগুড়া শহরতলীর বাঘোপাড়া এলাকায় (৩৮) নামের এক জন এবং শহরের রহমাননগর এলাকার (২৭) নামের এক ব্যাক্তির শরীরে কোভিড -১৯ এ সংক্রামিত হবার বিষয়টি নিশ্চিত হয়।
সূত্রে আরো বলা হয়, এদের মধ্য একজন বগুড়া শহরের সব চেয়ে বড় শপিং মল রানার প্লাজার একটি আউট লেটের সেলস ম্যান হিসাবে কর্মরত । তিনি গত সপ্তাহে ঢাকা হয়ে বগুড়ায় আসেন। এদিকে শহরতলীর বাঘোপাড়া এলাকার ওই যুবক তার রির্পোট পজেটিভ আসার বিষয়টি অবগত হবার পর থেকে পলাতক রয়েছেন।
অন্যদিকে জয়পুরহাটে একই দিনে সর্বচ্চো ১৫জন কোভিড-১৯ এ আক্রান্ত হবার কথা জানা গেছে।