বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী কয়েকজন ছাত্র সমন্বয়ে গঠিত আমরাই বদলগাছী সমিতির উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়নে এক হাজার কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গত ১০ দিনের ব্যবধানে বাড়ী বাড়ী গিয়ে তারা ত্রাণ পৌঁছে দেয়। ত্রাণ পৌঁছে দেওয়া কালীন সময়ে তারা বাড়ী ছেড়ে স্কুলে অবস্থান করেছে। এই সমিতির উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেসন ঢাকা এর পৃষ্ঠপোষকতায় পাঁচশত জন, সমিতির ব্যক্তিগত উদ্যোগে ৫৬ জন এবং মিঠাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পৃষ্ঠপোষকতায় সাড়ে চারশ জন মোট এক হাজার জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সমিতির আহ্বায়ক মীর সাব্বির আহম্মেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. মুন্নাফ রায়হান মৃদুল, পারভেজ পিয়াস, হাদিউজ্জামান কাফি, নওশেদ আলম নিশান, আরমান মোস্তাক তুহিন, জরজিস আলম সার্বিক ত্রাণ বিতরণে তৎপর ছিলেন।