জিয়াউদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার ।
প্রাণঘাতী করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন বগুড়া-৫(শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। শুক্রবার (০৮মে) দুপুরে শেরপুর শহরের হাসপাতালরোডস্থ বাসভবনে নিজের সম্মানিভাতার টাকা স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ অনুষ্ঠানে এই আহবান জানান তিনি। পাশাপাশি এই সংকটময় সময়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতনতা ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার জন্যও আহবান জানানো হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক আহসান হাবীব আম্বীয়া, পিএস কোরবান
আলী মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমপি হাবিবর রহমান আরও বলেন, যে কোন বয়সের মানুষই মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। তবে বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগের রোগীদের করোনা ঝুঁকি বেশি থাকে। এছাড়া অনেকেই এই ভাইরাসে মৃদু সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। তাই জ¦র, সর্দি, কাশি গলাব্যাথা হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। তাহলেই কেবল করোনা থেকে মুক্তি সম্ভব বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।