এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে নিহত কৃষক অনাথ বৈরাগীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন এস এম মোস্তফা কামাল।
শুক্রবার(০৮ মে) দুপুরে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কৃষক অনাথ বৈরাগীর বাড়িতে গিয়ে তার মেয়ে মিনাক্ষ্মী বৈরাগীর হাতে জেলা প্রশাসন প্রদত্ত এই আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা ও কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার দ্বীপ।
এর আগে বৃহস্পতিবার বিকালে জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাজনগর মাঠে ধান কাটাকালীন বজ্রপাতে মৃত্যুবরণ করেন কৃষক অনাথ বৈরাগী।তিনি কাদাকাটির মৃত সুধীর বৈরাগীর ছেলে।শুক্রবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে কৃষক অনাথ বৈরাগী ধান কাটার শ্রমিক হিসেবে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাজনগরে যান।