ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শ্যালিকা-ভগ্নীপতিসহ ২ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করছেন ঠাকুরগাঁও সদর থানা ওসি তানভিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ মে) রাতে দিনাজপুর- ঠাকুরগাঁও মহাসড়কে আটাশ মাইল নামক এলাকায় এই দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন রংপুর আলম নগরের শহীদুজ্জামান সুমন (৩০) ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমর্দন এলাকার সুবর্ণা (২২)।
পুলিশ ও দমকল বাহিনী জানায়, রংপুর থেকে মোটর সাইকেলযোগে শ্যালিকাকে সাথে নিয়ে শ^শুরবাড়ির উদ্দেশ্যে আসছিলেন। আসার পথে সদর উপজেলার ২৮ মাইল নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয় । এতে ঘটনাস্থলে সুমন ও তার শ্যালিকাকে আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান ।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেইসাম প্রধান বলেন দুর্ঘটনায় ১ জন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে আনার পথে মারা যান।