ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “মুজিববর্ষের অঙ্গীকার-মুক্ত হোক ভিক্ষাবৃত্তি, শিক্ষা হোক দূনির্বার” এই স্লোগানকে সামনে রেখে করোনা মোকাবিলায় ঠাকুরগাঁও গ্রামীণ ব্যাংক শাখা ৪’শত ২৫ জন ভিক্ষুকের মাঝে সাড়ে ১৩ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে ।
বৃহষ্পতিবার (৭ মে) জেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়াডে ওয়াডে সামাজিক দূরত্ব বজায় রেখে পৃথক পৃথকভাবে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যোনাল ম্যানেজার আহাম্মদ আলী, অডিট অফিসার মিলন কুমার সাহা, এড়িয়া ম্যানেজার সিরাজুল ইসলাম, সেকেন্ড অফিসার গোলাম মোস্তফা প্রমুখ।
খাদ্য সহায়তার মধ্যে নগদ টাকা, ৩০ কেজি চাল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি তেল, ২ কেজি লবন ও ৪টি সাবানসহ প্রত্যেককে ৩হাজার ২’শ টাকার পণ্যসামগ্রী দেয়া হয়। এ মাসে ২য় দফায় তাদেরকে আরও পণ্যসামগ্রী প্রদান করা হবে ।
যোনাল ম্যানেজার আলী জানান “মুজিববর্ষের অঙ্গীকার-মুক্ত হোক ভিক্ষাবৃত্তি, শিক্ষা হোক দূনির্বার” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে গ্রামীণ ব্যাংক বছরব্যাপী ভিক্ষাবৃত্তি দূর করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে। অচল অপারগ পঙ্গু প্রবীণ ৪’শ ২৫ জনকে এই কর্মসূচির আওতায় চিহ্নিত করে গ্রামীণ ব্যাংক সহায়তা দিয়ে যাচ্ছে।