ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ খাবার চুরির অপরাধে শাস্তি না দিয়ে দিলেন ত্রাণ উপহার এমনই মানবিক বিচার করেছেন ঠাকুরগাও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
বুধবার (৬ মে) এমন ঘটনা ঘটেছে সদর উপজেলা পরিষদ চত্বরে।
জানা যায়, সদর উপজেলা পরিষদের পেছনের দেয়াল টপকে ২ ক্ষুধার্ত নারী ত্রানের গোডাউন থেকে সবার অগোচরে খাবার চুরি করে নেয়ার চেষ্টাকালে দায়িত্বপ্রাপ্ত প্রহরীরা ওই দুজনকে ধরে ফেলে আটকিয়ে রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার ত্রাণের খাবার বিতরণ শেষে পরিষদের এসে জানতে পারেন দুই নারীকে ত্রান চুরির অপরাধে আটকিয়ে রাখা হয়েছে।
ওই নারীদের কাছে জানতে চাইলে তারা জানায় বাসায় খাবার না থাকায় তারা এই পথ অবলম্বন করেছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন তাদের বাসায় খাবার না থাকায় তারা এই কাজ করেছে। মানবিক দিক থেকে বিবেচনা করে তাদের হাতে ত্রান তুলে দেয়া হয়। এ সময় তিনি তাদের এ ধরনের কাজ না করার পরামর্শ দেন।