ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে গাঁজার চাষ করে সেবন করার অপরাধে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অধিক মূল্যে হ্যান্ড গ্লোবস বিক্রি করার অপরাধে দুই ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৫ মে) সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের ভ্রাম্যমাণ আদালতে ওই যুবককে কারাদন্ড ও ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
জানা যায় গাঁজা চাষী মনতাজ (৩২) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌদ্দহাত কালিতলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। সে বাসায় মধ্যে গাঁজার গাছ লাগিয়ে সেবন করে আসছিল। এলাকাবাসীর অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মনতাজের বাড়িতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে। পরে গাঁজার গুলো উপড়ে ফেলা হয়।
অপরদিকে সদর হাসপাতাল গেটের সামনে বেশি দামে হ্যান্ড গ্লোবস্ বিক্রয় করার অপরাধে মেসার্স হেলথ কেয়ার সার্জিক্যাল এর মালিক সবুজ শাহকে ২’হাজার টাকা এবং সিথি ফার্মেসী এ্যান্ড সার্জিক্যাল হাউস গ্লোবসের মালিক ফারজানা আক্তার সিথিকে ১’হাজার টাকা জরিমানা করেন।