ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ে নতুন করে ২ জন করোনা সনাক্ত হয়েছে। রংপুরে চিকিৎিসাধীন অবস্থায় থাকা সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের ৮০ বছর বয়সী এক হাজতির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
তিনি জানান দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে ৩১ বছর বয়সী এক যুবক করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে হরিপুর উপজেলার সংক্রমিত ১ জনের ফলোআপ নমুনার ফলাফলে পুনরায় পজেটিভ সনাক্ত হয়। অপরদিকে রংপুর মেডিকেল কলেজ হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলার গড়েয়া গোপালপুল গ্রামের বাসিন্দা পঞ্চগড় কারাগারের হাজতী, যিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেখানে তার গৃহীত নমুনার ফলাফল করোনা পজিটিভ আসে।
তিনি আরও বলেন, এ নিয়ে পূর্বের করোনা রোগীসহ জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২১ জনে। তবে এর মধ্যে পাঁচজন ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।