সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ মো. আব্দুল্লার পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে শেখ মো. আব্দুল্লার পক্ষ থেকে সিরাজদিখান উপজেলার পত্রিকার হকারদের খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামস্থ রশুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল খালেক শিকদারের বাড়ি থেকে ১২০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল খালেক শিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন ও ছাত্রদলের সাবেক আহ্বায়ক অহিদুল ইসলাম প্রমুখ।