রাজিবুল ইসলাম ,বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার শজিমেক এর ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষায় বগুড়ায় স্বাস্থ্য কর্মী সহ ২ নারী নতুন করে কোরে কোভিড-১৯ এ আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। আক্রান্ত ২জনকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। বিষয় নিশ্চিত করে বগুড়া সিভিল সার্জন অফিস।
বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজার রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্য বগুড়ার মোট ১০২,জয়পুরহাট জেলার মোট৮৫জন জন ,এবং সিরাজগঞ্জের-১জনের নমুনা পরীক্ষা করা হয় ।
বগুড়ার ১০২জনের নমুনা পরীক্ষায় সরকারী হাসপাতালের একজন স্বাস্থ্য কর্মী এবং একই হাসপাতালের ওয়ার্ডে রোগীর সাথে থাকা এক নারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার হাসপাতালের ল্যাবে পরীক্ষায় তাদের রির্পোট পজেটিভ পাওয়া যায় ।
অন্যদিকে জয়পুরহাট জেলার মোট ৮৫জন ও সিরাজগঞ্জের ১জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায় ।
সূত্রটি আরো জানান , স্বাস্থ্য কর্মী সহ বগুড়ার ২নারীকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এনিয়ে হত ২৪ ঘন্টায় বগুড়ায় মোট ৮০জনকে বিভিন্ন ভাবে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।