ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে ঠাকুরগাঁওয়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্য বিতরণ করেছে পুলিশ সুপার ।
শনিবার (০২ মে) সদর উপজেলার বদেশ্বরী গুচ্ছ গ্রামের ৬০টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
বদেশ্বরী গুচ্ছ গ্রামের হতদরিদ্র খেটে খাওয়া নিম্ন আয়ের ৬০টি পরিবারের মাঝে প্রত্যেকে চাল, ডাল, তেল, লবণ, সাবান, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি জানান সমাজের অনেকেই এই দুর্যোগে অহাসয়দের পাশে দাঁড়িয়েছে সেই সামাজিক দায়িত্ব বোধ থেকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এসময় তিনি সকলকে সচেতন হয়ে সরকারি সকল নির্দেশনা মেনে চলে ঘরে থাকার অনুরোধ জানান