এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় জেলায় ৫৫ হাজার খাদ্য সহায়তা কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সাতক্ষীরা জেলায় ১ হাজার ৩শ মেট্রিক টন চাল ও নগদ ৬২ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ সহায়তা এবং শিশু খাদ্য বাবদ ১৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
বৃহস্পতিবার পর্যন্ত (৩০ এপ্রিল) পর্যন্ত এর মধ্যে জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার অনুকূলে বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ১শ’৭০ মেট্রিক টন চাল ও নগদ ৫৩ লাখ ৫০ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ৯ লাখ ৯৯ হাজার ৮৪৭ টাকা উপবরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। অবশিষ্ট আছে ১শ’৩০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ টাকা এবং শিশু খাদ্য বাবদ বরাদ্দ পাওয়া ৪ লাখ ১শ’৫৩ টাকা।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলায় ৫৫ হাজার খাদ্য সহায়তা কার্ড বরাদ্দ দিয়েছেন। ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় তালিকা প্রণয়নের জন্য চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই কার্ডের উপকার সাতক্ষীরাবাসী ভোগ করবেন।