বগুড়া প্রতিনিধি ।।
বুধবায় র্যাবের সহযোগিতায় শহরের মাটিডালীতে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজারের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সময়ে বৃন্দাবন পাড়ায় আকবর লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ।এসময় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা অর্থদন্ড করা হয় ।
জানা গেছে , বুধবার সকালে বগুড়া শহরের মাটিডালী এলাকায় একটি ব্লেড ফ্যাক্টরীর গোডাউন অভিযান চালিয়ে নিউ শাহ আমানত কেমিক্যাল ইউনিট ওয়ান বাংলাদেশকে অনুমোদন বিহীন “ফিনিক্স” কোম্পানীর হ্যান্ড স্যানিটাইজার তৈরী করার সময় কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম রাশেদুল ইসলাম এর নের্তৃতে র্যাব-১২ এর একটি বিশেষ দল এবং ভ্রাম্যমান আদালত যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে নিউ শাহ আমানত কেমিক্যালের কারখানা হতে বিপুল পরিমাণ অবৈধ হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়। এসময় অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরির অপরাধে শাহ আমানত কেমিক্যাল ইউনিট ওয়ান বাংলাদেশের মালিক মাটিডালী এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র মোত্তাকিম দোলনকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা ,অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে পৃথক এক অভিযানে ভ্রাম্যমান আদালত বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকায় আকবর লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে আকবর লাচ্ছা সেমাই কারখানার মালিক আমিনুর ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রওশন আলী সহ র্যাব-১২ এর সদস্যরা অংশ নেন।