রাজিবুল ইসলাম ,বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় শহরে আরো ১ব্যাক্তির শরীরে কোভিড-১৯এ আক্রান্ত হবার তথ্য পাওয়া গেছে। ঢাকার একটি ওষধ কোম্পানীতে চাকুরীরত ওই ব্যাক্তি গত ১০ তারিখে তার বাড়ীতে এসেছিলেন।
মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৭ জনের করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর ভাইরাস পাওয়া যায় । এ নিয়ে বগুড়ার মোট ১৮জনের শরীরে কোভিড-১৯এর ভাইরাস এ সংক্রামক হলেণ।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ডিপুটি সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান তুহিন জানান, কোভিড-১৯এ আক্রান্ত এমদাদুল হক(৪০)নামের ওই ব্যক্তি বগুড়া শহরের ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওষধ কোম্পানীতে চাকরি করেন। গত কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না কি না এবিষয়টি নিশ্চিত না হওয়া গেলেও তার পরিবারের সদস্যদের পরামর্শে মঙ্গলবার তার শরীর থেকে নমুনা পরীক্ষা করান তিনি। তার রির্পোটটি পজিটিভ আসে।
ডাঃ তুহিন আরো জানান, মঙ্গলবার শজিমেক হাসপাতালের ল্যাবে মোট ১৮৭টি নমুনা পরীক্ষা করা হলেও ৫টির রিপোর্ট পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয় । এসময় ১টির রির্পোট পজেঠিভ পাওয়া যায় ।