এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি আদেশ অমান্য করে ৬টার পর দোকান খোলা রাখা এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে গত ২৪ ঘণ্টায় জেলা এবং উপজেলা পর্যায়ে ৩২ জনকে ৫৫হাজার৬শ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(২৭ এপ্রিল)বিকাল পর্যন্ত সদর উপজেলায় ৪ জনকে ১১ হাজার ৫শ টাকা,কালিগঞ্জ উপজেলায় ৪ জনকে ৩০ হাজার টাকা,তালা উপজেলায় ১ জনকে ৫শ টাকা, শ্যামনগর উপজেলায় ৬ জনকে ৭হাজার টাকা, আশাশুনিতে ৬ জনকে ২হাজার ৭শ টাকা, কলারোয়া উপজেলায় ৮ জনকে ১হাজার ৭শ টাকা এবং জেলা প্রশাসনের ৩টি অভিযানে ২হাজার২শ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, এখন পর্যন্ত করোনা প্রতিরোধে মোট ২হাজার১শ’৩১ টি মামলায় ২হাজার৭১ জন ব্যক্তি ও ৬০টি প্রতিষ্ঠানকে ২২ লক্ষ ৪হাজার ৪শ’৩৭ টাকা জরিমানা করা হয়েছে।