রাজিবুল ইসলাম রক্তিম ,বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে সোমবারের নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় আবারো আশার বাণী শুনিয়েছেন ডাক্তার কর্মীরা । বগুড়া ও জয়পুরহাট জেলার মোট ৯৪জনের নমুনা পরীক্ষা করা হয় সোমবার । ল্যাবের রির্পোটে সোমবার ৯৪জনের নতুন করে কেউ আক্রান্ত হয়নি ।
সোমবার বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুহাঃ মুস্তাফিজার রহমান তুহিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়ার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে সোমবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্য বগুড়া জেলার মোট -৪৮জন এবং জয়পুরহাট জেলার মোট৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয় ।
তিনি আরো জানান , আগের দিনও পরীক্ষার রির্পোটে বগুড়ায় কোন রিপোর্ট পজেটিভ আসেনি। তবে জয়পুরহাট জেলার ৫৯জনের মধ্য ২জনের শরীরে কোভিড-১৯ এর জীবানু মিলেছিল। কিন্ত ল্যাবের সোমবারের পলীক্ষায় ৯৪জনের নমুনায় কোন করোনা ভাইরাস কোভিড-১৯) সনাক্ত হয়নি।