সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের মাস্ক উপহার দিলেন
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ছাতিয়ানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মেনেজিং কমিটির সভাপতি রনি চৌধুরী৷ ২৬ এপ্রিল রবিবার দুপুরে কোলা ইউনিয়নের কোলা গ্রামে তার নিজ বাড়ী থেকে সাংবাদিকদের হাতে ১শত ৫ পিছ মাস্ক তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ বীন নাদভী, সদস্য মোহাম্মদ রোমান হাওলাদার।
ছাত্রলীগ নেতা রনি চৌধুরী বলেন, করোনা মোকাবেলায় সাংবাদিকদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট উপহার মাত্র। এছাড়া দেশের যেকোন পরিস্থিতিতে আমি দেশের সেবায় নিয়োজিত থাকতে প্রস্তুত।