এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরা থেকে নভেল করোনাভাইরাস(কোভিড-১৯)টেস্টের জন্য এ পর্যন্ত ২৮৭ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।শনিবার(২৫ এপ্রিল) আসা ৩৩টিসহ সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে এ পর্যন্ত ১৪১জনের রিপোর্ট পৌঁছেছে। যার সবগুলোই নেগেটিভ। অর্থাৎ সাতক্ষীরায় এখনো পর্যন্ত কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
তবে, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যিনি বর্তমানে যশোরে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসা সেখানেই চলবে।
তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জনৈক অধিবাসী ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের সময় তার শরীরের তাপমাত্রা বেশি থাকায় যশোর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে কোয়ারেন্টাইনে নিয়ে নমুনা পাঠানো হয়েছিল ।
শনিবার (২৫ এপ্রিল) তার রিপোর্ট পজেটিভ এসেছে। তার খারাপ কোন রোগ লক্ষণ নেই। যেহেতু সাতক্ষীরায় কোন রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়নি তাই সাতক্ষীরার সিভিল সার্জনের অনুরোধে উক্ত করোনা রোগীকে পুরা সময় যশোরে রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা দিতে সম্মত হয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
প্রসঙ্গত, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এর আগে সাতক্ষীরার সিভিল সার্জন হিসাবে কর্মরত ছিলেন।