বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় নতুন করে আরো ২ব্যক্তি করোনা ভাইরাস কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন।শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬জন নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯)এ আক্রন্ত হলেন।
বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুহাঃ মুস্তাফিজার রহমান তুহিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়ার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবারের মোট ১১৩জনের নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্য বগুড়া জেলার মোট -৩৮জন এবং জয়পুরহাট জেলার মোটর ৭৫জনের নমুনা পরীক্ষা করা হয় ।
ডাঃ তুহিন আরো জানান, বগুড়া জেলার ৩৮জনের মধ্য মোট ২জন কোভিড-১৯এর ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্য একজন শহরের নাটাইপাড়া এলাকার। তার বয়স আনুমানিক ৩৫। তিনি কম্যুনিটি ট্রান্সমিউশনের কারনে আক্রান্ত হয়েছেন।
অন্যজন শহরের কলোনী চক ফরিদ এলাকার। তার বয়স ৪৫বছর। তিনি ঢাকায় মুরগীর ব্যবসা করতেন।গত ৫দিন আগে তিনি ঢাকা থেকে বগুড়ায় এসেছিলেন।
অন্যদিকে জয়পুরহাট জেলার যে ৭৫জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্য ১জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
এনিয়ে বগুড়ায় গত কয়েক দিনে নারী শিশু সহ সর্ব মোট ১৬ জনের শরীরে কোভিড-১৯ এর ভাইরাস মিললো।