এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাজারে জনসমাগম কমাতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রমজান উপলক্ষে পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়টি ভ্রাম্যমাণ বাজারের সাথে ভ্রাম্যমাণ ইফতার বাজারও চালু করা হয়েছে।
শনিবার(২৫ এপ্রিল)থেকে জেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ বাজার ও ভ্রাম্যমাণ ইফতার বাজারে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল,বেশন,রসুন,ছোলা,খেজুর, মরিচসহ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে। নো প্রফিট নো লসের ভিত্তিতে জেলা প্রশাসন পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য জনসমাগম কমানো ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
এছাড়াও সকল উপজেলা এবং ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ বাজার কার্যক্রম শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন।