এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহামারি করোনাভাইরাসের এই দুর্যোগে অসহায় কৃষকের ধানকাটা কর্মসূচিতে অংশ নিয়েছে জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
বুধবার (২২ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা বিলে এ কর্মসূচিতে সরাসরি অংশ নেন জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান জানান, সাতক্ষীরার আটাত্তরটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে যাওয়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌছে দিয়ে মাড়াই করে দেওয়ার জন্য বলা হয়েছে। করোনার কারণে কৃষক যেনো কোনোভাবে ক্ষতিগ্রস্থ না হন সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাতক্ষীরায় এ কর্মসূচি যথাযথভাবে পালন করা হচ্ছে।
সাতক্ষীরা পৌর যুবলীগ নেতা মনোয়ার হোসেন অনু জানান, জেলা যুবলীগের প্রত্যেকটি ইউনিটকে কৃষকের কাজে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আশাশুনি উপজেলা যুবলীগ নেতা তোষিকে কাইফু জানান, কৃষকদের ধানকাটা কাজে আশাশুনি উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি’র সরাসরি দিকনির্দেশনায় মাঠে আছে যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।