সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে ৭০ শতাংশ একটি জমিতে আবাদকৃত ভুট্টা গাছে পোকার আক্রমন দেখা দিয়েছে। পোকার আক্রমনের ফলে নষ্ট হতে শুরু করেছে জমির ফসল। সম্প্রতি রক্ষিতপাড়া গ্রামের আব্দুল জলিল ১৫ হাজার টাকা ব্যয়ে ভুট্টা চাষ করেন। একদিকে করোনার প্রাদুর্ভাব অন্যদিকে পোকার আক্রমনে জমিতে নষ্ট হচ্ছে ফসল। প্রতিকার না পেয়ে দুশ্চিন্তায় সময় পার করছেন কৃষক আব্দুল জলিল।
কৃষক আব্দুল জলিল বলেন, ১৫ হাজার টাকা খরচ করে লাভের আশায় ভুট্টা চাষ করেছিলাম। এখন আমার ক্ষেতের ভুট্টা গাছে পোকা ধরেছে। পোকার ঔষধ দিয়ে কোন কাজ হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে কৃষি অফিসারের কাছ থেকে কোন পরমর্শও নিতে পারছি না।
উপজেলা কৃষি কর্মকর্ত সুবোধ চন্দ্র রায় জানান, আমরা করোনা ভাইরাসের মধ্যেও মাঠ পর্যায়ে আছি এবং কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এসএনটিবি ও ভিটাগো এই দুটি ঔষধ ব্যবহার করলে পোকা দমন করা সম্ভব। কৃষকরা পোকা দমনে অনেকবার স্প্রে করেছে কিন্তু কোন লাভ হয় নি। করোনা ভাইরাসের কারণে কৃষকরাও ঠিকমত ফসলের যতœ নিতে পারছেন না।